বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

পদ্মা সেতুতে ৮০০ কোটি ছাড়াল টোল আদায়

প্রতিদিন ডেস্ক

প্রিয়জনের সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটছে মানুষ। এ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ এবার কোনোরকম ভোগান্তি বা বিড়ম্বনা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে।

এদিকে যান চলাচল শুরুর এক বছরেই পদ্মা বহুমুখী সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী। তিনি জানান, গত সোমবার পর্যন্ত টোল আদায় হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ ৫ হাজার ৫৫০ টাকা। এ সময়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি।

এর মধ্যে পদ্মা সেতুতে সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

সর্বশেষ খবর