রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সরকার কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যর্থ

নেজামে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

এবারের ঈদুল আজহায় সারা দেশে লাখ লাখ পশু কোরবানি করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের এই কোরবানির পশুর চামড়ার পূর্ণ হক দরিদ্র, সম্বলহীন মানুষের। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, নানা কারণে চামড়ার প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। গতকাল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন। মাওলানা এ কে এম আশরাফুল হক আরও বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে কুচক্রী মহলের সিন্ডিকেট সরকার দমন করতে পারেনি। ফলে লাখ টাকার পশুর চামড়া পানির দরে বিক্রি করতে হয়েছে। সরকার চামড়ার এই দরপতনের বিকল্প ব্যবস্থাপনা কিছুও করতে পারেনি। পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতেও ব্যর্থতা দেখা যায়। দেশের চামড়াশিল্প আজ ধ্বংসের শেষ প্রান্তে। আর এতে দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।

সর্বশেষ খবর