রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ইসলামিক গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, আলেমদের ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে। কওমি মাদরাসাগুলোসহ যারা সত্যিকার ইসলামের প্রচার ও প্রসার ঘটানোর জন্য কোরআন-হাদিসের আলোকে কাজ করছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই সবাইকে কাজ করতে হবে, আজকে বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে থাকার কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর কলাবাগানে ঈদ-পরবর্তী এক সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল বলেন, সামনে দ্বাদশ নির্বাচন, এ নির্বাচনে আমরা যারা ধর্মীয় লাইনে কাজ করি, শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত আছি তাদের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। এ সময় সংগঠনের মহাসচিব মো. নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর