রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ঈদ পুনর্মিলনী সভায় বক্তারা

সরকার পালানোর পথ পাবে না

নিজস্ব প্রতিবেদক

দেশ-বিদেশের দ্বিমুখী চাপে সরকার কোণঠাসা হয়ে পড়েছে। খুব দ্রুত জনগণ রাস্তায় নেমে আসবে। তখন আর সরকার পালানোর পথ পাবে না। গতকাল রাজধানীর ধোলাইপাড়ে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় এক সপ্তাহের মধ্যে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেন, ‘দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি রাজপথে আন্দোলন করছে। তবে এ আন্দোলন করতে গিয়ে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। যত কষ্টই হউক রাজপথ ছাড়ব না।’ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নাছির মোল্লা, তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা গোলাম মোস্তফা, ইমতিয়াজ আহমেদ টিপু, আবদুল খালেক লিটন, শুভ শিকদার, এস এম মুরাদ হোসেন মামুন, মমিন মিয়া, নজরুল ইসলাম, আজীজ মুন্সী স্বপন, শামীম রেজা, হাসান সরোয়ার, ছাত্রদলের পারভেজ মোল্লা মার্শেল, যুবদলের ওমর ফারুক, শেখ ওহিদুজ্জামান রিপন, ছাত্রদলের রায়হান আহমেদ রাব্বী, কৃষক দলের আবদুল মান্নান প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর