শিরোনাম
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণ ঐক্যবদ্ধ

লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণ এখন ঐক্যবদ্ধ। তাই বিএনপির নেতৃত্বে এক দফার আন্দোলন সংগ্রাম জোরদার করে জনগণের সরকার প্রতিষ্ঠাই বর্তমানে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির প্রধান চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক শক্তিকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে পারলে আগামী ২০২৪ সালেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। গতকাল আমেনিয়া কোরআনিয়া মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, জাতীয় নির্বাচন থেকে পাড়া-মহল্লা-ক্লাব সমিতি পর্যন্ত কোথাও গণতান্ত্রিক ব্যবস্থা নেই। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা অবমুক্ত করতে চাই। সীমাহীন লুটপাট, অর্থ পাচার ও দুঃশাসনের কারণে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। তাই এই দুঃশাসন থেকে বাঁচতে দল-মত, জাতি-ধর্ম, বর্ণ-গোত্র নির্বিশেষে এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মো. ওবায়দুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সুলতান আহমেদ, মোহাম্মদ রুম্মান সিকদার, সিদ্দিকুর রহমান মোল্লা, সাকিল মাহমুদ, এমদাদুল হক জাহাঙ্গীর, মনির হোসেন প্রমুখ। সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর