মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে সুইডেন

নেজামে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে সরকারের ছত্রছায়ায় পবিত্র কোরআন পোড়ানো ও এর অবমাননার ঘটনা উসকানিমূলক ও অত্যন্ত ঘৃণীত। এ ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। গভীর উদ্বেগের সঙ্গে মাওলানা আশরাফুল হক আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বিভিন্ন দেশে মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো হয়েছে, যা ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতির ওপর মারাত্মক আঘাত। এ জাতীয় কর্মকাণ্ড কখনো গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ খবর