বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
বেশি দামে কাঁচা মরিচ বিক্রি

১১৮ বিক্রেতাকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করার দায়ে ১১৮ জন বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তাদের মোট ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য তদারকির জন্য সারা দেশে ৪৪টি বাজারে অভিযান চালায় অধিদফতর। দুই দিনে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এ অভিযান চলে।

এর মধ্যে রাজধানীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা, মহাখালী কাঁচাবাজার, পলাশী, হাতিরপুল কাঁচাবাজার এবং নিউমার্কেট এলাকায় কাঁচা মরিচের বিক্রি ও কেনা মূল্য যাচাই করা হয়। ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদফতরের তিনটি টিম। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। কাঁচা মরিচের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, কাঁচা মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং কাঁচা মরিচের দাম ধীরে ধীরে কমে আসছে।

এদিকে আমদানির খবরে সোমবার থেকে কাঁচা মরিচের দাম কমতে শুরু করে। এরপর গতকাল আবারও দাম কিছুটা বেড়ে যায়। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩৬০ টাকা দরে।

সর্বশেষ খবর