বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ঢামেক কর্তৃপক্ষের বক্তব্য

গত ৩ জুলাই বাংলাদেশ প্রতিদিনে ‘নষ্ট যন্ত্রের পাহাড় সরকারি হাসপাতালে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মতামত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করার পাঁচটি যন্ত্রের তিনটিই নষ্ট বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। এই হাসপাতালে বর্তমানে ১৯টি আল্ট্রাসনোগ্রাম মেশিন আছে। তার মধ্যে ১৮টি সচল এবং ১টি অচল অবস্থায় আছে বলে তারা দাবি করেছেন। দেশের বৃহৎ এই হাসপাতালের অনেক যন্ত্রপাতির মধ্যে কিছু যন্ত্রপাতি অচল থাকাটা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন তারা।

প্রতিবেদকের বক্তব্য : হাসপাতালে খোঁজ নিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদটি তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি যন্ত্র নষ্ট ঢামেক হাসপাতালের ছিল।

সর্বশেষ খবর