বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কোরআন পোড়ানো নিয়ে সুইডেনের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সুইডেনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ঢাকায় সে দেশের চার্জ দ্য অ্যাফেয়ারস-সিএডিকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল রাতে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে সুইডেনের সিএডিকে মন্ত্রণালয়ে ডেকে এনেছিলাম। আমরা কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা করি। সেই সঙ্গে আমরা দাবি করি তারা যেন এই দুষ্টু লোকের শাস্তি দেয়। এর আগে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার প্রতিবাদ করার দাবি জানান।

সর্বশেষ খবর