শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সময়ের দাবি

-খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে সরকার ও বিরোধী দলের কঠোর অবস্থানে বিদেশি শক্তি নাক গলাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি অবস্থান স্পষ্ট হচ্ছে যা দেশের জন্য অশনিসংকেত। এ উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের মানুষ উদ্বিগ্নœ। তাই জাতীয় নির্বাচন নিয়ে সংকট তৈরি না করে দেশের সব দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান করতে হবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

মাওলনা জালালুদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচন চায়। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সময়ের দাবি। আরও বক্তব্য রাখেন মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা সানাউল্লাহ আমিনী।

সর্বশেষ খবর