বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাতীয় সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে

-নেজামে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, নির্বাচন হতে হবে জাতীয় সরকারের অধীনে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে। তিনি বলেন, নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এ দাবি আদায়ে নেজামে ইসলাম দুই বছর ধরে রাজপথে আন্দোলন করছে। আগামীতে এ দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মাওলানা আশরাফুল হক আরও বলেন, নেজামে ইসলাম পার্টি গণ ও নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। দেশ ও জাতির স্বার্থে এবং কল্যাণে তৃণমূল থেকে বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ প্ল্যাটফরম তৈরিতে বিশ্বাসী। নেজামে ইসলাম পার্টি ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচনে এবং ১৯৯১ সালে ইসলামী ঐক্যজোট গঠনে সেই ভূমিকা রেখেছে। এখন ‘জাতীয় সংহতি মঞ্চ’ নামে ইসলামী ও জেনারেল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম প্রতিষ্ঠা করে কাজ করছে। জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ নির্বাচনী প্ল্যাটফরম তৈরিতে এগিয়ে আসা প্রয়োজন।

সর্বশেষ খবর