রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গণঅধিকার পরিষদের অফিসে যাচ্ছে ইসির বাছাই কমিটি

নিজস্ব প্রতিবেদক

আহ্বায়ক ও সদস্য সচিব নিয়ে পাল্টাপাল্টি অপসারণের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা সরেজমিন পুনঃযাচাই করা হচ্ছে। কাল ১০ জুলাই বিকালে পুরানা পল্টনে দলটির অফিসে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরকে তথ্য-উপাত্ত নিয়ে থাকতে বলেছে নির্বাচন কমিশনের ‘দল পুনঃযাচাই কমিটি’। বিদ্যমান দুই পক্ষই ইসি সচিবালয়ের এ সংক্রান্ত চিঠি পেয়েছে বলে জানিয়েছে।

গণঅধিকার পরিষদের তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) বলেন, নির্বাচন কমিশন আমাদের পুনঃযাচাই করতে বলেছে। এর সঙ্গে দলটির পাল্টাপাল্টি অবস্থানের সঙ্গে সম্পর্ক নেই। আমাদের কাছে আহ্বায়ক-সদস্য সচিব হিসেবে রেজা কিবরিয়া ও নুরুল হক নূর রয়েছে; তাদের দুই পক্ষকে বুধবার চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য ১০ জুলাই পুনঃযাচাই করা হবে। এ দিন নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দলের আহ্বায়ক, সদস্য সচিব ও দফতর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে হবে।

নিবন্ধন যাচাইয়ের এমন প্রক্রিয়ার মধ্যে ১ জুলাই সাবেক ডাকসু ভিপি নূরের পক্ষ গণঅধিকার পরিষদ থেকে আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে আহ্বায়ক রাশেদ খানকে। আর পাল্টা পদক্ষেপে রেজা কিবরিয়ার পক্ষ গণঅধিকার পরিষদের সদস্য সচিব পদে নুরুল হক নূরকে সরিয়ে আনা হয়েছে হাসান আল মামুনকে। এরপর রেজা কিবরিয়া ৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক চিঠিতে দলটির সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে যথাযথ পদক্ষেপ কামনা করেন।

ইসির দল নিবন্ধন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইতোমধ্যেই বলেছেন, প্রায় সব কিছু গুছিয়ে আনা হয়েছে। ১২টি দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা কমিটি ও অফিস, সমর্থন তালিকা, প্রয়োজনীয় দলিলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শেষ হয়েছে। এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও সঠিক তথ্য যাচাইয়ের কাজ চলছে। এসব দলের প্রতিটি পুনঃযাচাইয়ের জন্য আলাদা আলাদা কমিটি করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধন পাওয়ার দৌড়ে রয়েছে ১২টি দল। কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা পযায়ক্রমে পুনঃযাচাই হচ্ছে। চলতি মাসে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করা হতে পারে।

সর্বশেষ খবর