রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পাহাড়ের পাদদেশে বাচ্চা হাতির লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে একটি বাচ্চা হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তারা। গতকাল স্থানীয় ধুইল্লাঝিরী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। চুনতি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, শুক্রবার (৭ জুলাই) রাতে বাচ্চা হাতিটির মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তারা গিয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। হাতিটির বয়স আনুমানিক দেড় বছর পর্যন্ত হতে পারে। খাবারের সন্ধানে বের হয়ে উঁচু পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী জানান, হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর