সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মানিকগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরের ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই করার পর গণপিটিুনিতে এক ডাকাত নিহত হয়েছে। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবদুর রউফ বলেন, ভোররাতে সদর উপজেলার বারাহিরচর এলাকা থেকে এক রোগীসহ ৪ জনকে নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আসছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালক ইদ্রিস আলী। মেঘশিমুল এলাকায় ৭-৮ জনের ডাকাত দল তাদের গতিরোধ করে এবং একটি মোবাইল ফোন ও প্রায় ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় রোগীর স্বজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। তখন সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুর রহমানসহ ৩ সদস্যদের পুলিশের একটি টিম এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা তখন পুলিশ কনস্টেবল রাকিব হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে এক ডাকাতকে ধরে ফেলেন। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সর্বশেষ খবর