শিরোনাম
বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি নাগরিক মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। এক দফা আদায়ের লক্ষ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সংসদ অভিমুখে গণপদযাত্রা কর্মসূচিসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে নাগরিক মঞ্চের সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে ও মঞ্চের সমন্বয়কারী মাসুদ হোসেনের সঞ্চালনায় মঞ্চের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দলীয় সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো দেশে-বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের মনোনীত প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হবে।

সর্বশেষ খবর