শিরোনাম
বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নারীদের পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়

-শহীদ উল্লা খন্দকার

গোপালগঞ্জ প্রতিনিধি

নারীদের পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়

কোটালীপাড়ায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার -বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার বলেছেন, বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী। এ নারীদের পশ্চাৎপদ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ শুরু করেন। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো কাজ করেননি। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে ও কোটালীপাড়া তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। উপস্থিত নারীদের উদ্দেশ করে শহীদ উল্লা খন্দকার বলেন, যারা দেশে আগুনসন্ত্রাস করেছে আমরা তাদের বর্জন করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর