রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজনৈতিক কর্মসূচির জন্য যেন গণতন্ত্র বিপদে না পড়ে

-ইসলামিক গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

সংঘাত-সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি পালনের জন্য সরকারি দল ও বিরোধী রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়ে ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে যেন দেশ, জাতীয় অর্থনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া বিপদে না পড়ে  সে বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তবে  তিনি একথা বলেন। এম এ আউয়াল আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটাই দেশের মানুষের প্রত্যাশা। সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারই ব্যক্ত করা হয়েছে।

তিনি দলীয় নেতা-কর্মীদের সংবিধান অনুয়ায়ী আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। সভায় পার্টির মহাসচিব নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর