শিরোনাম
সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা
নবায়নযোগ্য বিদ্যুৎ

উৎপাদন ১১৯৪ হলেও গ্রিডে ৮২৫ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক

নবায়নযোগ্য উৎস থেকে ১ হাজার ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও গ্রিডে আসছে ৮২৫ দশমিক ২৩ মেগাওয়াট বিদ্যুৎ। একই প্রক্রিয়ায় ৩০টি প্রকল্পের মাধ্যমে আরও ১ হাজার ২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলমান আছে। এর বাইরে ৮ হাজার ৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প প্রক্রিয়াধীন। অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৯ হাজার ৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপ লাইনে আছে।

এ ছাড়া নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী দেশ থেকে আমদানির প্রক্রিয়াও চলমান আছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি এসট্রোপ পিটারসনের সঙ্গে সাক্ষতে তাকে এসব কথা বলেন।

এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের সাগরাঞ্চলে ৫০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রতিমন্ত্রীকে জানান, বাংলাদেশের ব্লু-ইকোনমিতে সহযোগিতা করতে ডেনিশ কোম্পানিগুলো খুবই আগ্রহী।

সর্বশেষ খবর