বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

যারা ভোটাধিকার কেড়ে নেয় তাদের কাছে দেশ নিরাপদ নয়

-প্রগতিশীল জাতীয়তাবাদী দল

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, যারা ভোটের অধিকার কেড়ে নেয় তাদের কাছে দেশ, জাতি, গণতন্ত্র নিরাপদ নয়। দুর্নীতি-দুঃশাসন, হামলা-মামলা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ বর্তমান সরকারের বিদায় যাত্রা শুরু হয়েছে। পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

লিটন বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই জনগণের দাবি মেনে নিয়ে সব রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় সংঘাত সৃষ্টি হলে দায় সরকারকেই বহন করতে হবে।

সর্বশেষ খবর