বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই : এনপিপি

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত এবং বক্তব্য জাতিকে হতাশ করেছে। মনে হয় তারা সরকারের আজ্ঞাবহ। ঢাকা-১৭ উপনির্বাচনে প্রায় ৯০ শতাংশ লোক ভোট কেন্দ্রে যায়নি। এটা কমিশনের চরম ব্যর্থতা। দেশে যে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে এ থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এনপিপির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন মো. আবদুল হাই মন্ডল, ইদ্রিস চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, আবদুল হাই সরকার, শেখ আবুল কালাম ও মো. আনিসুর রহমান দেওয়ান।

সর্বশেষ খবর