বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়কে কোনো নির্বাচন নয় : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, অস্থায়ী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলা হোক না কেন, কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি। সাংবিধানিক ধারা মেনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচন হবে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। ওই নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি। নির্বাচনকালীন সরকার শুধু কমিশনকে সহায়তা করবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে রওশন আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না। নির্বাচন কমিশনই পারে সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণ সম্পন্ন করতে। তিনি বলেন, অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর কেউই জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি।

সর্বশেষ খবর