শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্বাহী আদেশে গ্যাসের বিতরণ মার্জিন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

গ্যাস উত্তোলন, সঞ্চালন এবং বিতরণ কোম্পানির বিতরণ মার্জিন বৃদ্ধি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক নির্বাহী আদেশে এই মার্জিন বৃদ্ধি করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়। চলতি মাসের ১ তারিখ থেকে এটি কার্যকর করার কথা বলা হয়েছে। তবে ভোক্তাদের গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি (বিজিএফসিএল) এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির নতুন মার্জিন হবে প্রতি ঘনমিটারে এক টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর মার্জিন হবে চার টাকা।

 গ্যাস সঞ্চালন কোম্পানির (জিটিসিএল) মার্জিন হবে ১ দশমিক ০২ টাকা। ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির ডিস্ট্রিবিউশন মার্জিনও বৃদ্ধি করা হয়েছে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ঘনমিটার প্রতি ডিস্ট্রিবিউশন চার্জ ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, বাখরাবাদে ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, কর্ণফুলী ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৩৭ পয়সা, পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানিতে ১৬ পয়সা থেকে বাড়িয়ে ২৬ পয়সা, সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানিতে ১৫ পয়সা বাড়িয়ে ২৪ পয়সা এবং জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানিতে ১১ পয়সা থেকে বাড়িয়ে ১৮ পয়সা করা হয়েছে।

সর্বশেষ খবর