শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাবিতে টানা চতুর্থ দিনে কর্মচারীদের ধর্মঘট মেলেনি আশ্বাস

জাবি প্রতিনিধি

টানা চতুর্থ দিনের মতো চাকরি স্থায়ীকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানিয়েছেন কর্মচারীরা। এর আগে, সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট শুরু হয়। শুধু দিনে নয়, রাতেও তারা এ ধর্মঘট পালন করেন। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

 এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিরাপত্তারক্ষী আলাউদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে উপাচার্য এসে আমাদের ধর্মঘট প্রত্যাহারের জন্য বলেছেন, কিন্তু তিনি চাকরি স্থায়ী করার বিষয়ে কিছু বলেননি। ফলে আমরা লাগাতার এ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ খবর