রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

-বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নুরপুরী। তিনি বলেন, দেশের মানুষ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। এ সময় মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান। সভায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি শরাফত হোসাইন। মাওলানা আবু সাঈদ নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

 মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মুফতি ওযায়ের আমীন, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মাওলানা রাকিব হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর