রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ইসলামিক পার্টির

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ইসলামিক গণতান্ত্রিক পার্টি। গতকাল এক বিবৃতিতে দলের চেয়ারম্যান এম এ আউয়াল এ দাবি জানিয়ে বলেন, ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নির্দেশনা জারি করা প্রয়োজন যেন মহামারিতে রূপ না নেয়। তিনি বলেন, ডেঙ্গু  জ্বরে মৃত্যু হার দেখে মানুষ শঙ্কিত। ডেঙ্গু জ্বর জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। সাধারণ মানুষ ও আক্রান্ত রোগীকেও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চলতে হবে।

 সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কে নাগরিকদের সচেতন করার জন্য জোর প্রচারণা চালাতে হবে।

সর্বশেষ খবর