মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রকাশিত প্রতিবেদন নিয়ে ভোক্তা অধিকারের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

‘ভোক্তা অধিকারের আরও ক্ষমতা চায় আইএমএফ’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন-এ গত ২৪ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত মহাপরিচালকের উদ্ধৃতিটি তাঁর নয় বলে তিনি প্রতিবাদপত্রে উল্লেখ করেন।

মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ ছিল ‘ভোক্তা অধিকারের সক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়ে এরই মধ্যে আইএমএফের সঙ্গে বৈঠক হয়েছে। এ ছাড়া ক্যাবের প্রতিবেদনটি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য : আলোচ্য প্রতিবেদনটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে করা হয়েছে। ক্যাবের প্রতিবেদনটি যে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, তার স্মারক নম্বর হচ্ছে ২৬.০৪.০০০০.১১১.৩২.০৬১.২১.৭৯৪।

সর্বশেষ খবর