শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮৫ লাখ মেট্রিক টন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের নানা কর্মসূচি। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ২০৪১ সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮৫ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। যা বর্তমান উৎপাদনের চেয়ে ১ দশমিক ৮ গুণ বেশি। রাজধানীর মৎস্য ভবনে গতকাল মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, এবারের কর্মসূচির অন্যতম লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য খাত গড়ে তোলা। এর অর্থ উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সব পর্যায়ে স্মার্ট প্রযুক্তি ব্যবহার। এ সময় তিনি জানান, ২০২০ সালে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ আইন করা হয়েছে। সমুদ্রসীমাসহ অন্যত্র যারা মাছ আহরণে সম্পৃক্ত তাদের প্রতিটি নৌযানে যান্ত্রিক পদ্ধতি সংযোজন করা হচ্ছে, যাতে তাদের অবস্থান জানা যায়। এভাবে মৎস্য খাতে ডিজিটালাইজড পদ্ধতি যুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর