শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ফতুল্লায় পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের ধোঁয়ায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ ২০ জনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লার বিসিকে ফকির অ্যাপারেলস নামে ওই কারখানার ডাইং সেকশনে গতকাল সকাল সাড়ে ১০টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সোবাহান মিয়া নামে এক শ্রমিক জানান, কারখানার ডাইং সেকশনে ব্রাশ মেশিনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি আরও জানান, কারখানাটিতে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন। তাদের বেশির ভাগই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। সংবাদ সংগ্রহ করতে যাওয়া আলামিন প্রধান নামে এক সাংবাদিক জানান, কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দিয়েছে। এ ছাড়া কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে গণমাধ্যমে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য দেওয়া যাবে।

সর্বশেষ খবর