বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ : আমু

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ বর্তমানে মাছে স্বয়ংসম্পূর্ণ। স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ। আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হলে এ দেশ অনেক উন্নত হবে। বঙ্গবন্ধুর সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জনকল্যাণকর কার্যক্রম হাতে নিয়েছেন। মাছের প্রজনন সময়ে মাছ ধরার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে মৎস্যজীবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কঠোর ব্যবস্থাপনার জন্য আজ বিলুপ্তপ্রায় মাছে সয়লাব হয়েছে। গতকাল দুপুরে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। সভা শেষে সাতজন সফল মৎস্যচাষিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন আমির হোসেন আমু। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ     অবমুক্ত করেন।

সর্বশেষ খবর