বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি হলেন মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন। একই ঘটনায় আহত হয়েছেন সাথী আক্তার (৩৩) নামে এক নারী। জানা গেছে, তারা দুজন খালাতো ভাই-বোন। গতকাল বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে এ ঘটনা ঘটে। আহত সাথীর বাবা মতিন ঢালি জানান, তারা থাকেন মাতুয়াইল মুসলিমনগরে। গৃহিণী সাথীর স্বামী শাহজালাল সৌদি আরব প্রবাসী। সাথীর মেয়ে উম্মে হাবিবা অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাথী। সেজন্য হাবিবার পাসপোর্ট করা হয়। জসিমের মোটরসাইকেলে করে শনিরআখড়ায় যাচ্ছিলেন সেই পাসপোর্ট আনতে। পথে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পাশে লাভলী পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। বাসটির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জসিমের।

 খবর পেয়ে গুরুতর আহত সাথীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, নিহত জসিম জমির ব্যবসা করতেন বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার এসআই আবদুল খালেক মিয়া বলেন, জসিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর