বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বেবী মওদুদকে মরণোত্তর পুরস্কার দেওয়ার দাবি

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রয়াত সাংবাদিক বেবী মওদুদকে মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন গুণিজনেরা। তাঁর মতো গুণী মানুষের একুশে পদক, স্বাধীনতা পুরস্কার পাওয়া উচিত বলেও জানান তাঁরা। গতকাল ছিল বেবী মওদুদের নবম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আগামী প্রকাশনী আয়োজিত স্মরণানুষ্ঠানে এ দাবি জানান বক্তারা।

গতকাল বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ফকরুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন ড. তপন বাগচী। বাংলা একাডেমির সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে আলোচক ছিলেন সুভাষ সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্না, আবু রায়হান আজিজুল হক. বেবী মওদুদের ছেলে রবিউল হাসান অভি।

সর্বশেষ খবর