বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দেশ গণতন্ত্রের প্রসব বেদনায় অস্থির : জামাল হায়দার

নিজস্ব প্রতিবেদক

১২-দলীয় জোটপ্রধান জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেছেন, গোটা দেশ আজ গণতন্ত্রের প্রসব বেদনায় অস্থির। ফ্যাসিস্টবিরোধী যে জাগরণ সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার এর টার্নিং পয়েন্ট। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। এ সময় পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল ও দফতর সম্পাদক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

আন্দোলনরত বিরোধী দল এবং জোটসমূহের অভিন্ন কর্মসূচি মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোস্তফা জামাল হায়দার আরও বলেন, পরিকল্পিতভাবে সরকার সহিংসতাকে ছড়িয়ে দিতে চায়। এ জন্যই আওয়ামী লীগ ২৪ তারিখের প্রোগ্রাম ২৭ তারিখে নিয়েছে। জনসমর্থন হারিয়ে জনগণের সঙ্গে সংঘাত করতে চায়। জেগে উঠেছে জনতা, এ সরকারকে বিদায় নিতেই হবে। বিএনপির নেতৃত্বে জাতীয় পার্টি রাজপথে আছে। এক দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়েই এক দফার দাবি আদায় করা হবে।

সর্বশেষ খবর