শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
আড়াই কোটি টাকা আত্মসাৎ

ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রতন কুমার সাহাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ওই অধ্যক্ষ ভুয়া বিল ভাউচার তৈরি করে কলেজ ফান্ডের ২ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মামলায় কলেজের সাবেক হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল হান্নান ও কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজী জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে। গতকাল কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ মামলাটি করেন। মামলার এজাহার থেকে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ৪৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে বিভিন্ন বিষয় খাতভিত্তিক আর্থিক আয়-ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। ভুয়া বিল তৈরি করে এসব হিসাব থেকে আসামি অধ্যাপক রতন কুমার সাহা তৎকালীন হিসাবরক্ষক আবদুল হান্নান এবং ক্যাশিয়ার কাজী জাহাঙ্গীর আলম পরস্পর যোগসাজশে ২ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা আত্মসাৎ করেছেন।

রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। এ পদে যোগ দিয়ে তার আগের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহেরের দায়িত্ব থেকে কলেজের ৪৪টি ব্যাংক হিসাবের মোট স্থিতি ৭ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৭২৮ টাকা বুঝে নেন। রতন কুমার সাহার সময়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে ২০১৯ সালের ৩ মে তাকে ওএসডি করা হয়। এরপর ১১ জুন পরবর্তী অধ্যক্ষ হিসেবে যোগ দেন অধ্যাপক মো. রুহুল আমিন ভূঁইয়া। তিনি যখন দায়িত্ব নেন তখন কলেজের ব্যাংক হিসাবগুলোর স্থিতি ছিল ৫ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৫৪৬ টাকা।

সর্বশেষ খবর