সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন

জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, জাতি আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এ অবস্থায় সংঘাত-সংঘর্ষ সৃষ্টি করে একতরফা নির্বাচনের চেষ্টা করা সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। দেশ ও জাতির কল্যাণে দ্রুত নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন। গতকাল বায়তুল মোকাররম উত্তর গেটে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে জমিয়ত ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। মাওলানা আবদুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে এবং মুফতি বশীরুল হাসান খাদিমানী ও মাওলানা নূর মোহাম্মাদ কাসেমীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব প্রমুখ।

 

সর্বশেষ খবর