মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আজ বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে আজ (মঙ্গলবার) বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে গণতন্ত্র মঞ্চের নেতা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এ ঘোষণা দেন। সরকার পতনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে হামলা ও গ্রেফতারের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করতে পুরানা পল্টন মোড়ে আজকের সমাবেশটি করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছয় শতাধিক মানুষের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে। অথচ পুলিশের সামনে যারা সশস্ত্র মহড়া দিয়েছে, হামলা আক্রমণ করেছে, পুলিশ তাদের কয়জনকে গ্রেফতার করেছে? পুলিশের নাকের ডগায়, চোখের সামনে হামলা চালাচ্ছে, কিন্তু তাদের গ্রেফতার করা হয়নি। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, জীবন দিয়ে হলেও দমনপীড়ন উপেক্ষা করে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। মানুষ খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না।

গণসংহতি আন্দোলনের প্রধান নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, ‘তারা আমাদের মেরে রক্তাক্ত করছে। তারপর খাইয়ে ভিডিও করে ভাইরাল করছে।’ সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে আবার পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।

 

 

সর্বশেষ খবর