বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশিসহ ১৬০ বিদেশি নাগরিক

কলকাতা প্রতিনিধি

অবৈধ অনুপ্রবেশ কিংবা অন্য কোনো কারণে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক বহু বিদেশি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও নানা জটিলতায় নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে, বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের পরিবার বা সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই রাজ্যের কারা দফতরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে জানানো হলেও কোনো সদুত্তর আসেনি। ফলে পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে অবস্থানরত বাংলাদেশিসহ কয়েক শতাধিক বিদেশি নাগরিকদের নিয়ে বিপাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল রাজ্য বিধানসভায় এ কথা বলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের কারাগারে গত ৩১ মার্চ পর্যন্ত ২৭ হাজার ৭৫২ জন বন্দি আছেন। তাদের মধ্যে বিদেশি বন্দি ২ হাজার ৮৪ জন। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও রাজ্যের কারাগারে অবস্থান করছেন ১৬০ বিদেশি নাগরিক। এদের বেশিরভাগই বাংলাদেশি বন্দি।’

সর্বশেষ খবর