বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ ঝড়ে সাগরে চার বোট ডুবি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কালবৈশাখীর কবলে পড়ে কুতুবদিয়ার চারটি ফিশিং বোট ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৮-১০ বোট নিখোঁজ রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাণহানি হয়নি। সবাই কোনো না কোনোভাবে সাগরের তীরে উঠতে সক্ষম হয়েছেন। এদিকে বিকাল ৩টার দিকে একটি বোট উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া উপজেলার ব্যক্তি মালিকানাধীন তিনটি বোট বঙ্গোপসাগরে অবস্থানরত কুতুবদিয়া চ্যানেলের প্রায় ৩০ কিলোমিটার দূরে ডুবে যায়। এ ছাড়া কুতুবদিয়ার বড়ঘোপের আমজাখালী এলাকার জকরিয়া কোম্পানির বোট কুতুবদিয়ার চ্যানেলের উত্তর মাথায় ডুবে গেলে সেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেল সমিতির সভাপতি আবুল কালাম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে কুতুবদিয়ার চারটি বোট ডুবে যায়। এ ছাড়া ৮-১০টি বোট নিখোঁজ রয়েছে। বাকি চার বোটের মাঝি-মল্লাদের বিভিন্ন বোটে তুলে আনা হচ্ছে।

সর্বশেষ খবর