বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তিন জেলায় জামায়াতের ৬১ নেতা কর্মী গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় জামায়াতের ৬১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নড়াইলে ১০, ময়মনসিংহে ১৯ এবং সাতক্ষীরায় ৩১ জন। সাতক্ষীরায় এক ছাত্রদল নেতাকেও গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নড়াইল : নড়াইলে সোমবার (৩১ জুলাই) রাতে নাশকতা মামলায় জামায়াতে ইসলামীর ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর গ্রামের মো. মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মো. হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মো. ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মো. ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মো. মাকিবুর রহমান (৫৩) ও মো. কুরবান মোল্যা (৪৫) এবং শেখহাটি গ্রামের মুস্তাহিদ হোসেন (৩৫)।

নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, সোমবার বিকালে জেলায় কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে জামায়াতের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য ১০ জনকে পুলিশ আটক করে নাশকতা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ছাড়া গত চার দিনে ১৯ নেতা-কর্মীকে আটক এবং আমার বাড়িসহ (জামায়াত আমির) জামায়াত দলীয় ১৩৪ নেতা-কর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।

ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতার জামায়াত নেতা-কর্মীদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতা-কর্মীরা হলেন- মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), অর্থবিষয়ক সম্পাদক ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), প্রচার সম্পাদক হাবিবুল্লাহ শরিফ (৪০), সদস্য মামুনুর রশিদ (৪৫), কোতোয়ালি শাখার সদস্য মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মুক্তাগাছার মো. আনোয়ার হোসেন (৫০), সদর আমির মো. মফিদুল ইসলাম (৫৫), গৌরীপুরের আসাদুল্লাহ হাফেজ (৫৫), ফুলপুরের আবদুল কাদের (৫০), ঈশ্বরগঞ্জের বরহিত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবদীন (৫১), সদস্য ফজলুল হক মাহবুব (৩৬), সরিষা ইউনিয়ন সেক্রেটারি আমিনুল হক খান (৬৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম (৪০), সদস্য মাওলানা মতিউর রহমান (৫৩), ফুলবাড়িয়ার ইয়াছুব হুজর (৪৩), মো. আবদুল মতিন (৩৫), ভালুকার মাওলানা মোবারক হোসেন (১৯), পাগলার মাহমুদুল হাসান (৩০), ধোবাউড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০)।

সাতক্ষীরা : সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ ৩২ জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনভর আটক করার পর গতকাল বিকালে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। আটকরা হলেন- শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল হান্নানসহ মোট ৩২ জামায়াত-বিএনপির নেতা-কর্মী।

সর্বশেষ খবর