বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হাফেজ রেজাউলের খুনিদের শাস্তি দাবি খেলাফত আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শান্তি সমাবেশে পথচারী রেজাউল করীম হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এ দাবি জানান।

মুজিবুর রহমান হামিদী বলেন, হাফেজ রেজাউল করীম একজন পথচারী ও নিরীহ মাদরাসাছাত্র। সে কোন দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তারপরও তাকে যারা হামলা করে হত্যা করেছে তারা মানবতার শত্রু। শান্তি সমাবেশে নিজেরা নিজেরা সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এই হত্যাকাণ্ডের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারও থেকে এখন পর্যন্ত দোষীদের গ্রেফতার এবং বিচারের কোনো আশ্বাসবাণীও শোনা যায়নি। খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ জাকির বিল্লাহর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুফতি আবুল হাসান কাসেমী, জাকির হোসাইন, শাহীনুর আলম, হাফেজ আবদুর রহমান।

সর্বশেষ খবর