বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই

ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বর্তমান সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি ও শাসনব্যবস্থা অব্যাহত রাখার সংগ্রাম চলবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জোট গঠন প্রক্রিয়া চলমান। শিগগিরই জোটের আত্মপ্রকাশ ঘটবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত এক সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে ইসলামী গণতান্ত্রিক পার্টি। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটাই দেশের মানুষের প্রত্যাশা। সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারই ব্যক্ত করা হয়েছে। এ সময় সরকারের নানা উন্নয়ন তুলে ধরেন তিনি। দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মো. ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর