বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৫ আগস্ট মহাসমাবেশ করবে ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহাসমাবেশ করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ, সব দলের অংশগ্রহণে সংঘাতমুক্ত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব স উ ম আবদুস সামাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশে নির্বাচনী ব্যবস্থা একপ্রকার ভেঙে পড়েছে। নির্বাচন কমিশন কার্যকর স্বাধীন না হওয়ায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই বৃহৎ রাজনৈতিক জোট পাল্টাপাল্টি কর্মসূচি শুরু করেছে। দিন দিন রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু আমলা ও রাজনীতিবিদের বিদেশে টাকা পাচারের মহোৎসব শুরু হয়েছে। দেশে যখন জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবিতে পরিণত হয়েছে, সে মুহূর্তে দুই বৃহৎ জোটের পরস্পর বিপরীত এক দফা রাজনৈতিক দাবি দেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, আবুসুফিয়ান আবেদী আলকাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর