শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জামায়াতের সভা-সমাবেশ নিষিদ্ধের শুনানি ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি ১০ আগস্ট কার্যতালিকায় এগিয়ে থাকবে বলে জানিয়েছেন আদালত। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ কথা বলেন। এর আগে শুনানির তারিখ এগিয়ে আনতে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেন নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের পক্ষের আইনজীবী আহসানুল করিম। আদালত বলেছেন, আগামী সপ্তাহের বৃহস্পতিবার মামলাটি তালিকায় এগিয়ে আসবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, জামায়াতের সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে করা আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার ৫১ নম্বরে রয়েছে। এ অবস্থায় শুনানির জন্য মামলাটি এগিয়ে আনতে আবেদন করেন আইনজীবী।

এ বিষয়ে আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে আবেদনের শুনানি এগিয়ে আনার জন্য আমরা প্রার্থনা করেছিলাম। যেহেতু ৪ তারিখ তাদের সমাবেশ আছে, সেহেতু এটি যেন তাড়াতাড়ি হয় সেই আবেদন করেছিলাম।’ ২৬ জুন তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন জামায়াতের সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে আবেদন করেন। এর এক মাস পর এ আবেদনের সঙ্গে পক্ষভুক্ত হতে আরও ৪২ নাগরিক আবেদন করেন; যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।

সর্বশেষ খবর