রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
আওয়ামী লীগ নেতা হত্যা

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর থেকে মঞ্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন মঞ্জুর মোর্শেদ (৭০) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গতকাল আটক করেছে র‌্যাব-৫-এর একটি দল। র‌্যাব জানায়, আটক মঞ্জুর মোর্শেদ নওগাঁর আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৬ সাল থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ১৯৮৭ সালের ওই হত্যার ঘটনায় ২০০০ সালে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। ২০১৬ সালে হাই কোর্ট সেই রায় বহাল রাখলে জামিনে থাকা রাজু উদ্দীন মঞ্জুর মোর্শেদ আত্মগোপনে চলে যান। র‌্যাব-৫-এর সদর দফতরের কোম্পানি অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ গণমাধ্যম কর্মীদের জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘদিন তিনি রাজশাহী শহরে আত্মগোপন করেছিলেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তাকে মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। মঞ্জুর মোর্শেদের বাড়ি নওগাঁয় হলেও ঘটনার পর থেকে তিনি দিনাজপুর জেলার পাবর্তীপুর থানার ইসলামপুর গ্রামে বসবাস করছিলেন। সেখান থেকে তিনি রাজশাহীতে এসে আত্মগোপন করেন। বদলগাছী থানার উপ-পরিদর্শক মাহাদী বিপ্লব জানান, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোরের বাবা উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি আনোয়ারুল আজিজকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা মামলার আসামি মঞ্জুর মোর্শেদ। ১৯৮৭ সালের ৩০ সেপ্টেম্বর গুলির ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ অক্টোবর আনোয়ারুল আজিজ মারা যান। নিহতের ছেলে মিজানুর রহমান কিশোর জানান, ২০০০ সালে এ হত্যা মামলার রায় দেন আদালত। এরপর তিনি জামিনে ছিলেন। ২০১৬ সালে হাই কোর্টেও নিম্নআদালতের রায় বহাল ছিল। এরপর থেকেই পলাতক ছিলেন মঞ্জুর মোর্শেদ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নওগাঁর বদলগাছী থানার ১৯৮৭ সালের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় আত্মগোপন করে আছেন। সাজা খাটার ভয়ে তিনি রাজশাহী শহরে এসে আত্মগোপন করে আছেন বলে র‌্যাবের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করে।

এরপর তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটক আসামি হত্যায় জড়িত ও আদালতে সাজা হওয়ার কথা স্বীকার করেছেন। তাকে বদলগাছী থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর