রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা ১৩ জন কারাগারে

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় ১৭ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার এই ঘটনার পর আটক ১৩ জনকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাঁথিয়া উপজেলার সোনাতলা আবুল বাজারের পাশে আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। হারুন অর রশিদ সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহতকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবারই ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। ওই দিনই থানা পুলিশ এ ঘটনায় ৫টি হাঁসুয়া, কিছু বাঁশের লাঠি উদ্ধারসহ ১৩ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত হারুন অর রশিদের ভাই জুয়েল রানা জানান, আমার ভাইকে নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমানের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছে।

এ ব্যাপারে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমান জানান, মারপিটের ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫টি হাঁসুয়া, কিছু বাঁশের লাঠি উদ্ধারসহ সন্দেহভাজন ১৩জনকে আটক করা হয়।

সর্বশেষ খবর