রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আট কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

চতুর্থবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের আটটি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আটটি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৫৪৮টি আসনের বিপরীতে ১১টি কেন্দ্রে ৮১ হাজার ২১৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ২৩ জন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা পরীক্ষার হল পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে অভিভাবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর