রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাধারণ জনগণ জ্বালাও পোড়াও চায় না

ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

সংঘাতময় রাজনীতির বিপরীতে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসমাবেশ করে। সভাপতির বক্তব্যে ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষ আতঙ্কিত-শঙ্কিত। জ্বালাও-পোড়াও এবং জানমালের ক্ষতি সাধারণ জনগণ চায় না। অথচ কেউ ক্ষমতায় থাকার জন্য এবং কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আক্রমণ শুরু করেছে। তিনি সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ, আয়োজক সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, শায়খুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, আবু নাসের তালুকদার, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলি, আবু সুফিয়ান খান আবেদি, এম সোলাইমান ফরিদ প্রমুখ।

এম এ মতিন বলেন, দুই বৃহৎ রাজনৈতিক জোট পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। দেশবাসী আজ শঙ্কিত। সহিংস ও সংঘাতময় পরিস্থিতি এড়াতে আলোচনা সর্বোত্তম পথ। সব রাজনৈতিক দলের উচিত একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।

সর্বশেষ খবর