বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাজনীতিতে সংঘাতের কোনো সুযোগ নেই

ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, রাজনীতিতে আদর্শের লড়াই থাকতে পারে কিন্তু সংঘাত সংঘর্ষের কোনো সুযোগ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যেভাবে বড় দলগুলো মুখোমুখি কর্মসূচি দিচ্ছে এতে সব শ্রেণি-পেশার মানুষ আতঙ্কিত। এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র সমাধানের পথ হচ্ছে নির্বাচন। আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। গতকাল রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সাবেক এ সংসদ সদস্য।

‘বঙ্গমাতার সংগ্রামী জীবন ও দর্শন’ শীর্ষক এ আলোচনা সভা ও ৯৩তম জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন- ১৪ দলের কেন্দ্রীয় নেতা সাদেক সিদ্দিকী, প্রফেসর আনিসুজ্জামান, লায়ন মো. গনি মিয়া বাবুল, গণ আজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান ও গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী প্রমুখ।

সর্বশেষ খবর