বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যায় খুলনা নগর বিএনপি

৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘তুষের আগুন খুলনা বিএনপিতে’ শীর্ষক প্রতিবেদনে উত্থাপিত তথ্যের একাংশ সঠিক নয় বলে দাবি করেছেন নগর বিএনপি আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এর ব্যাখ্যায় তারা বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে নগরের ৩৪টি ওয়ার্ড ইউনিয়নের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হয় এবং কাউন্সিলের মাধ্যমে ভোটারদের প্রত্যক্ষ ভোটে থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়। দলের মধ্যে গুটি কয়েকজন যারা সরকারবিরোধী আন্দোলনে না থেকে বিদেশ ভ্রমণকারী, নেতা-কর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সুসংগঠিত নগর বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যাদের কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে তা সাংগঠনিক প্রক্রিয়া মাত্র।

কমিটি গঠন ও দল পরিচালনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টার অভিযোগ যারা করেছেন তারা নিজেদের অনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে না পেরে কল্পকাহিনি তৈরি করছেন।

সর্বশেষ খবর