বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে প্লাস্টিক-পলিথিনের প্যাকেট বাড়াচ্ছে জলাবদ্ধতা

চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নালা-খালে অবাধে প্লাস্টিক-পলিথিন আর ককশিট নিক্ষেপ চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাকে তীব্র করছে। গতকাল চাক্তাই খালের চামড়া গুদাম ব্রিজের নিচে বাঁধে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্থানীয় কাউন্সিলর হাজি নুরুল হক উপস্থিত ছিলেন। চসিক মেয়র বলেন, জনগণ সচেতন হওয়ায় নগরীর আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে সুশৃঙ্খলভাবে চলছে। তবে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাস্টিক-পলিথিনের প্যাকেজিং ব্যবহার করছে। যেমন অনেক দোকান ওয়ান টাইম কাপ ও পলিথিনের প্যাকেজিংয়ের পণ্য বিক্রি করছে।

সে পণ্য ব্যবহারের পর দোকানে বিন না থাকায় প্যাকেজিংটি দোকানদার ও সাধারণ মানুষ সরাসরি রাস্তা বা নালায় ফেলছে। এসব প্যাকেজিং প্রোডাক্ট অপচনশীল। তাই নালায় জমে জলাবদ্ধতা তীব্রতর হচ্ছে। এজন্য শিগগিরই যেসব ব্যবসা প্রতিষ্ঠান ময়লার বিনে না রেখে সরাসরি নালায় ফেলছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

 

 

সর্বশেষ খবর