বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর দৃষ্টি দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করেছে

ভারতীয় হাইকমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে এমন মন্তব্য লেখেন তিনি। প্রণয় ভার্মা লিখেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আমার হৃদয়ের অন্তস্তল থেকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে পারে। এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু, ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার গায়েস্বর প্রসাদ মিস্রা, গোপালগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিজানুর রহমান প্রমুখ।

এর আগে ভারতীয় হাইকমিশনার হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রতিনিধিসভায় যোগ দেন। বাংলাদেশ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু। এ সময় প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে বন্ধু হিসেবে ছিল। সেই ধারা আমরা অব্যাহত রেখেছি। আগামীতেও বাংলাদেশের পাশে ভারত বন্ধু হিসেবে থাকবে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসেছিলেন। আজ (বুধবার) আমারও আসার সুযোগ হয়েছে। ঠাকুরবাড়িতে আসতে পেরে আমি খুশি।

সর্বশেষ খবর